শ্রীকান্ত ভুঁইঞা,দাসপুর,স্থানীয় সংবাদ:ব্যাস্ত সড়ক আর সেই সড়কের প্রায় মাঝেই রাখা ইমারতি সামগ্রী। আর তার জেরেই আজ ৯ জুলাই শুক্রবারের সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে তিন তিনটি পথ দুর্ঘটনা,গুরুতর না হলেও জখম একাধিক। ঘটনা দাসপুর থানার রাজনগরের।
স্থানীয় ক্লাব ইয়ং স্পোর্টিং ক্লাব সদস্যদের অভিযোগ,তাদের ক্লাবের একেবারেই সামনে ব্যস্ততম ঘাটাল মেদিনীপুর সড়ক আর সেই সড়ক জুড়ে থরে থরে ইমারতি সামগ্রী। আর তার জেরে লাগাতার পথ দুর্ঘটনা এলাকায়। আজ সন্ধ্যে থেকে রাত সাড়ে ৮টার মধ্যেই তিন জন পথচারি দুর্ঘটনার কবলে পড়েন।
ক্লাব সদস্যরাই আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। ক্লাবের পক্ষে জগন্নাথ মণ্ডল,ঊমাশঙ্কর দাস ঠাকুররা জানান,তাঁরা এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অরুন দোলই ও দাসপুর পুলিশকেও অবহিত করেছেন। কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের উদ্যোগে ব্যপক চওড়া হচ্ছে ঘাটাল মেদিনীপুর সড়ক,কিন্তু লজ্জাজনকভাবে নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রকাশ্যেই রাস্তা জুড়ে গাড়ি থেকে ইমারতি সামগ্রী। আর তার ফল স্বরূপ রক্তাক্ত হচ্ছে যাত্রী সাধারণ।