এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেলিয়াঘাটায় মালবাহী গাড়ি উল্টে জখম চালক

Published on: July 8, 2020 । 7:16 AM

উত্তম সামন্ত: আজ ৮ জুলাই বুধবার ভোরে দাসপুর থানার বেলিয়াঘাটাতে এই মালবাহী ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি খুব দ্রুত গতিতে ঘাটাল-পাঁশকুড়া সড়কের উপর দিয়ে পাঁশকুড়া অভিমুখে যাচ্ছিল। সেই সময়েই বেলিয়াঘাটার কাছে ডাম্পারটি এভাবে উল্টে যায়। চালক সামান্য জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]