এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি

Published on: August 2, 2020 । 12:43 AM

কুণাল সিংহরায়, বীরসিংহ: বাইক আরোহীর ধাক্কায় মৃত্যু এক ব্যাক্তির। ১ আগস্ট রাতে ঘটনাটি ঘটে ঘাটাল থানার কাঁচিয়া ও ব্রম্ভচারী মন্দিরের মাঝে, বীরসিংহ গামী পিচ রাস্তার উপর। মৃতব্যক্তির সুরেহান আলি(৩২)। ঘাটাল থানার মূলগ্রামে বাড়ি। ঘাটাল থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে ঘাটাল থানায় নিয়ে যায়। বাইকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ বাইকটিকে আটক করেছে। বাইকের কোনও বিমা ছিল না বলে জানা গিয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]