সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল: আগামীকাল ১ জুলাই ২০২১ থেকে সমগ্র ঘাটাল মহকুমা জুড়ে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হতে চলেছে। এই ক্ষেত্রে মহকুমার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হবে। এর জন্য প্রতিটি ব্লক এবং পৌরসভাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক মেশিন এর সাহায্যে এই কাজটি করবেন। সম্পূর্ণ কাজ অগাস্ট মাসের মধ্যে শেষ করা হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় ২০ জুলাই এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হবে। যারা বাকি থাকবেন তাঁদের জন্য পরবর্তী ক্ষেত্রে আবার ক্যাম্প করে কাজ করা হবে। আধার সংযুক্তি না হলে পরবর্তীকালে রেশন পেতে অসুবিধে হতে পারে বলে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে। ঘাটাল মহকুমার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের বক্তব্য (নীচের ভিডিও থেকে) তাঁর মুখ থেকেই শুনে নিন
মহকুমা খাদ্য দপ্তর আধিকারিক দীপ্তি বাউরি জানান, এই মুহূর্তে মহকুমাতে রেশন কার্ডের সংখ্যা ১২ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি, এর মধ্যে প্রায় দেড় লক্ষ কার্ড পৌরসভার অন্তর্ভুক্ত। আগামীকাল ১ জুলাই ২০২১ থেকে সমগ্র মহকুমা জুড়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ওয়ার্ডে বা গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে এই আধার সংযুক্তিকরণের কাজ হবে। কবে কোন ওয়ার্ডে বা পঞ্চায়েতে এই কাজ হবে তা আগে থেকে জানিয়ে দেওয়া হবে। বাড়িতে যাদের রেশন কার্ড আছে তাদের আধার নম্বর দিলেই বায়োমেট্রিক অথেনটিকেশন করে দেওয়া হবে। এই ব্যাপারে মহকুমার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্জুন পাল জানান, আগামীকাল থেকে এই বিষয়ে কাজ শুরু করা হচ্ছে। এই ক্ষেত্রে ওয়েবেল কে এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে। এজেন্সির লোকেদের এই বিষয়ে অবহিত করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে কাজটি করবে।