এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভাগ্নিকে ধর্ষণ মামার, গ্রেপ্তার মামা

Published on: August 30, 2019 । 9:33 AM

নিজস্ব সংবাদদাতা: পুজো দেখাতে যাওয়ার নাম করে প্রতিবেশী এক ভাগ্নিকে ধর্ষণ করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। মামার নাম  দেবাশিস মণ্ডল। দাসপুর থানার উত্তর গোবিন্দনগর গ্রামে বাড়ি। ধর্ষণের ঘটনাটি জুন মাসের ২ তারিখে ঘটলেও ২৮ আগস্ট ধর্ষিতার মা দাসপুর থানায় অভিযোগ করলে পুলিশ সেদিনই দেবাশিসকে গ্রেপ্তার করে।
নাবালিকার বাড়ি দাসপুর থানার শ্রীবরায়। সে পড়াশোনার জন্য মামাবাড়ি দাসপুর থানারই বাঁশখালে থাকে। দেবাশিসের বাড়ি ওই এলাকায়। দেবাশিসদের সঙ্গে ধর্ষিতার মামা বাড়ির সম্পর্ক ভালো। সেই সুবাদে ২ জুন দেবাশিস ওই ছাত্রীটিকে উত্তর গোবিন্দ নগরের শীতলা পুজো দেখতে নিয়ে গিয়ে   রাতে তাকে ঠাণ্ডা পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কিশোরীটি ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়লে বাড়ির লোক বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now