ঘাটাল মহকুমায় দুর্গা পুজোর অনুমতি জন্য কীভাবে আবেদন করবেন?

সুইটি রায়: ঘাটাল মহকুমার পুজোর অনুমতির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যায় পড়ছেন। তাই কী ভাবে অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাতেই আমাদের এই ভিডিও। মনে রাখবেন, ঘাটাল মহকুমার যে কোনও এলাকার পুজো পারমিশন এবার বাড়িতে বসে করাতে পারবেন। পুজোর অনুমতির জন্য উদ্যোক্তাদের আর্ অফিসে অফিসে ছুটতে হবে না। নির্দিষ্ট কয়েকটি নথি যথাযথভাবে পূরণ করে অনলাইনে আপলোড করে দিলেই মিলে যাবে পুজোর অনুমতি। সেই অনুমতিপত্র গ্রামপঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও  অফিস এবং পৌরসভার ক্ষেত্রে মহকুমা শাসকের কার্যালয় থেকে সংগ্রহ করে নিতে হবে।
এবার পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। যে পুজোরই অনুমতি নিন না কেন আপনাকে অনলাইনে গিয়ে মাইকের অনুমতি প্রথমে নিতে হবে। https://sdoghatalonline.com/ এই ওয়েব সাইটে গিয়ে ‘MIKE PERMISSION’ অপশনে গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে। তার আগে আগে হাতের সামনে রাখতে হবে লেটারহেড প্যাডে লেখা এবং পুজো কর্তৃপক্ষের স্বাক্ষর এবং অনুমোদিত স্ট্যাম্পসহ একটি আবেদনপত্রের পিডিএফ। যেটি অনলাইন আবেদন পত্রে আপলোড করে সাবমিট করতে হবে।আবেদনের দুই দিনের মধ্যে অ্যাপ্রুভের এস এম এস বা মেইল পাওয়া যাবে। তবে আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে সঠিক পরিচয়পত্র দেখিয়ে মহকুমাশাসকের কার্যালয় থেকে পারমিশন কপিটি সংগ্রহ করতে হবে।
এরপর WBSEDCL তথা বিদ্যুৎ দপ্তরের রিসিপ্ট কপিটি বের করতে হবে। দমকল তথা FIRE এবং দূষণ নিয়ন্ত্রণ পর্যদ বা  PCB’র পারমিশনগুলির জন্য অ্যাপ্লিকেশন করলে মহকুমাশাসকের অফিস থেকেই ওই পারমিশনের ব্যবস্থা করা হবে। এই পারমিশনগুলির জন্য আবেদন করার লিংক পাওয়া যাবে উপরিউক্ত ওয়েবসাইটেই। সমস্ত পারমিশন কপি এবং রিসিপ্ট পেয়ে যাওয়ার পর ‘PUJA PERMISSION’ এ ক্লিক করে সেখানে দেওয়া আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে সমস্ত পারমিশন কপিসহ সাবমিট করতে হবে। উল্লেখ্য ডকুমেন্ট আপলোড অপশনগুলিতে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট একটি পিডিএফ ফাইলের মধ্যে করে আপলোড করতে হবে।
আবেদনপত্র অ্যাপ্রুভ হলে এস এম এস বা মেইলের মাধ্যমে জানানো হবে। ব্লকের পুজো কমিটিগুলি তাদের ব্লক থেকে এবং পৌরসভার পুজোকমিটিগুলি মহকুমাশাসকের দপ্তর থেকে তাদের পুজোর পারমিশন কপি সংগ্রহ করতে পারবেন। এ সম্পর্কিত আরো কিছু জানার থাকলে মহকুমা শাসকের দপ্তরে যোগাযোগ করা যেতে পারে। মাইক পারমিশনের জন্য অরিজিত পাড়ই। মোবাইল:৯৭৩৩৮৩৩৭৫০, পুজো পারমিশনের জন্য অতুন পাত্র। মোবাইল: ৮৬৪১৯৬৭৭৫৪, এছাড়াও মহকুমা শাসকের ওই ওয়েব সাইট থেকেই অনলাইনে এফিডেফিট এবং সি আর পি সি এর অধীনের যে কোনো কোর্ট কেসেরও আবেদন করা যাবে। এর জন্য নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com