এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল দাসপুরের সংযোগকারী রামকৃষ্ণ সেতুতে দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান

Published on: December 29, 2020 । 4:44 PM

অয়ন ভৌমিক: নদী পারাপারের সময় কাঠের সেতুতে আটকে মাল বোঝাই পিক আপ ভ্যান আর তার জেরেই চরম ভোগান্তিতে দাসপুর ও ঘাটাল ব্লকের বাসিন্দারা। ঘটনা রামদেবপুর ও জয়কৃষ্ণপুর গ্রামের মাঝে শিলাবতী নদীর উপর রামকৃষ্ণ সেতুর। স্থানীয় বাসিন্দা বিষ্ণু সানা জানান,আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে রামদেবপুরের দিক থেকে জয়কৃষ্ণপুর যাবার সময় রামকৃষ্ণ সেতুর উপরেই এক চাল বোঝাই পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে। বরাত জোরে গাড়িটি সেতুর মধ্যেই ছিল। সেতুর পারাপার স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭