গ্রামের মানুষের কথায়, ঘোর কলিযুগ নাহলে কেন হবে পেঁয়াজ কলিতে পেঁয়াজ! ঘটনা দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রামদেবপুর গ্রামের। পাশেরগ্রাম দাসপুরের রামদেবপুরের জমিতে কয়েক কাঠা পেঁয়াজ বসিয়েছিলেন ঘাটাল থানার জয়কৃষ্ণপুর গ্রামের সুকুমার কোটাল ও তাঁর স্ত্রী মৌসুমি কোটাল।
হঠাৎ আজ ২৬শে ফেব্রুয়ারি গ্রামের কয়েকজনের নজরে আসে সুকুমারবাবুর জমির এক পেঁয়াজের পেঁয়াজকলিতে একাধিক পেঁয়াজ,সেই পেঁয়াজেও আবার পেঁয়াজ কলি। আর তাতেই এলাকায় চাঞ্চল্য।
তবে ঘাটাল মহকুমার সহকারী কৃষি অধিকর্তা(প্রশাসন) শ্যামাপদ সাঁতরা বলেন, এটা জেনেটিক ডিসঅর্ডার। কোনও কোনও ক্ষেত্রে এরকমটা হয়ে যেতে পারে। তবে এটা যে বিরল ঘটনা সেটা বলা যেতেই পারে।
অবাক করা এমন কান্ডের খবর ছড়িয়ে পড়তেই এমন বিরল পেঁয়াজ দেখতে বুধবারের সকাল থেকেই ভিড় জমেছে রামদেবপুরের সুকুমারবাবুর জমিতে। যদিও গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ আবার বলছেন, ঘোর কলি,তাই তো পেঁয়াজ কলিতেও পেঁয়াজ।