নিজস্ব সংবাদদাতাঃ দাসপুর এলাকায় আজ ৩ জুলাই শুক্রবার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর অনুযায়ী ৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদেরকে শালবনিতে নিয়া যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। জানাগেছে আক্রান্তদের মধ্যে একজন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিমে,একজন নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সিঙ্গাঘাই এবং অপর এক জন দাসপুর পুরুষোত্তমপুরের। এদের লালা রসের পরীক্ষার জন্য নমুনা এমাসেই সংগ্রহ করা হয়েছিল।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










