এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থেকে এনডিআরএফ গড়বেতার নদী থেকে দেহ উদ্ধার করতে গেল

Published on: July 11, 2020 । 11:21 AM

সুজাতা দাস:গড়বেতার শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া  প্রৌঢ়ের দেহ আজও উদ্ধার হল না।  গতকাল ১০ জুলাই গড়বেতা থানার পায়রাউড়া গ্রামের  শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান নিতাই বাগ নামে ৫৫ বছর বসয়ী এক প্রৌঢ়। বেলা ১০টা  নাগাদ ওই প্রৌঢ় শিলাবতী নদীর তীরে স্নান করতে গিয়েছিলেন।  হঠাৎ করে চলে যান  মাঝ নদীতে।   সেখানে আরো দুজন মহিলা স্নান করতে গিয়েছিলেন।  তাঁরা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।   পরে স্থানীয় গ্রামের  বেশ কয়েকজন এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হয়  অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই তাকে উদ্ধার করা যায়নি।   খবর যায় গড়বেতা থানায়।  ঘাটাল থেকে বিপর্যয় মোকাবিলার একটি দল গিয়ে  নদীবক্ষে নেমে  ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করেন। তাঁরাও ওই প্রৌঢ়ের কোনও হদিশ পাননি বলে জানা গিয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]