ঘাটালের বীরসিংহ থেকে বড়সড় ঘোষনা রাজ্যের মুখ্যমন্ত্রীর। মেচোগ্রাম থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত রাস্তা তৈরির ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষের জন্মদিনের শুভ উদ্বোধনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বীরসিংহ গ্রামের সেই মঞ্চ থেকেই তিনি বলেন,মেচোগ্রাম থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত রাস্তা তৈরির জন্য তিন হাজার কোটি টাকার প্রোজেক্ট তৈরি করা হচ্ছে।