দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের জেলা তথা মহকুমায় এখনও এই প্রথা লোপ পায়নি। তাই বাল্য বিবাহ রোধ করতে সচেতনতা শিবির করার উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। শুধু বাল্য বিবাহ রোধ নিয়েই নয় সোমবার খানজাপুর ইউনিয়ন হাইস্কুলে ragging এবং যৌন অপরাধ বিরোধী শিশু-সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র তথা বনগার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরেশচন্দ্র কর্মকার, ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূখ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথ, ঘাটালের মহকুমা সুমন বিশ্বাস প্রমুখ। ওই স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ সামন্ত বলেন, এদিনের সচেতনতা শিবিরের আলোচনার বিষয় ও পরামর্শ ছাত্রছাত্রীদের আগামী দিনে খুব কাজে লাগবে।
খানজাপুরে আইনি সচেতনতা শিবির
Published on: January 29, 2024 । 9:23 PM









