বিগ বাজেটের লক্ষ্মীরা আছেন আমাদের ঘাটাল দাসপুরেই

জানেন কি,জেলার বিগ বাজেটের লক্ষ্মীরা আছেন আমাদের ঘাটাল দাসপুরেই। ঘাটাল মহকুমার দাসপুরের খুকুড়দহ,সোনামুই,গৌরা এবং সাগরপুরের ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মী পুজো জেলা,ছাড়িয়ে রাজ্যেও সাড়া ফেলেছে। প্রতি বছরের ন্যায় এবারেও দাসপুরের এই চার ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মীপুজো মহা জাঁকজমকের মাধ্যমেই হচ্ছে।
১. এবার দাসপুর খুকুড়দহ লক্ষ্মী বাজারের সর্বজনীন লক্ষ্মী পুজো ৬০ তম বর্ষে পদার্পন করেছে। পুজো কমিটির সম্পাদক শক্তি আদক জানিয়েছেন এবার তাঁদের পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। পুজো মণ্ডপ সাজছে ভারতের ঐতিহাসিক মন্দিরগুলির আদলে। পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী থাকছে মেলা,অষ্টপ্রহর, সাংস্কৃতিক অনুষ্ঠান।

২. খুকুড়দহ পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে এলে সোনামুই বাসস্টপে অনুষ্ঠিত হচ্ছে আর এক বিগ বাজেটের সর্বজনীন লক্ষ্মী পুজো। পুজো কমিটির সম্পাদক অজিত মণ্ডল জানিয়েছেন এবার তাঁদের পুজো ৬৪ তম বর্ষে পদার্পন করল। এবারের পুজোর বাজেট ৪ লক্ষ টাকা। মণ্ডপ সাজছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। পুজোয় থাকছে চন্দননগরের আলো। পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী মেলাও থাকছে।
৩. সোনামুই পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে আরও এগিয়ে এলে গৌরা বাসস্টপে অনুষ্ঠিত হচ্ছে আরও এক সর্বজনীন লক্ষ্মী পুজো। ওই পুজো কমিটির সভাপতি সুনীল ভৌমিক জানিয়েছেন,এবার তাঁদের পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট রাখা হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা। পুজো মণ্ডপ ও গৌরা এলাকা সাজছে রংবেরঙের আলোয়। পুজোকে কেন্দ্র করে মেলাও থাকছে।

৪. গৌরা পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে আরো এগিয়ে গিয়ে দাসপুর বাস স্টপ থেকে বাম দিকের রাস্তা ধরে সাগরপুর পৌঁছে গেলেই সাগরপুরে এবারেও আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মী পুজো। সাপগরপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। সমিতির অন্যতম সদস্য সঞ্জয় হাইত জানিয়েছেন,এবার তাঁদের পুজো ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। পুজোকে কেন্দ্র করে সেজেছে সাগরপুর বাজার। বসছে মেলা,৮দিন ধরে থাকবে এই মেলা।

পুজো কমিটিগুলির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে পুজোয় ঘাটাল মহকুমার পাশাপাশি আশপাশের একাধিক জেলার মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। পুজোর ভিড় সামলাতে দাসপুর পুলিসের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাস্তা ও পুজো মণ্ডপগুলিকে কেন্দ্র করে থাকিছে নিরাপত্তা বলয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা সামলাতে সদা জাগ্রত রয়েছে দাসপুর পুলিস।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!