তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ ঘাটাল: বাস চলাচল শুরুর দিনেই রাস্তা বন্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ক্ষীরপাই-চন্দ্রকোণা রাস্তায় যাতায়াতকারী মানুষ জন। চন্দ্রকোনা ঘাটাল গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর কেঠিয়া ব্রিজের মেরামতির জন্য আজ ১ জুলাই রাস্তা বন্ধ করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল ও যাতায়াত বন্ধ।
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে গণপরিবহণ চলাচল হওয়ার কথা ছিল। তাই অনেক মানুষ রাস্তায় বেরিয়ে ছিল বিভিন্ন কাজে । কাজে বেরিয়ে মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। উল্লেখ গত ২৬ তারিখ কেঠিয়া নতুন ব্রিজের পিলারগুলি বসে যায়।এমনিতেই ভারী যানবাহন বন্ধ আছে। গাড়িকে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এই নতুন ব্রিজের কাজ নিয়ে ঠিকাদারী সংস্কার গাফিলতির অভিযোগ উঠছে। দীর্ঘ ৪ বছর নতুন ব্রিজের কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ ব্রিটিশ আমলের পুরনো ব্রিজকে ঠিকাদারি সংস্থা নানাভাবে নষ্ট করে দিচ্ছে। ব্রিজের কাজ কবে শেষ হবে কেউ জানে না।এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।