এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই সড়কে ট্রাক চালককে ট্রাক থেকে নামিয়ে মার,উত্তপ্ত পরিস্থিতি জাড়ায়

Published on: October 28, 2019 । 9:58 AM

আজ সোমবার কালীপুজোর পরেরদিন। আজ সকালে কালী পুজোর চাঁদা ঘেরাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হল চন্দ্রকোণা থানার জাড়ায়।
জানাগেছে আজ সকাল প্রায় ৮টা থেকে চাঁদা ঘেরাকে কেন্দ্রকরে এক ট্রাক চালকের সাথে বচসা, সাথে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে জাড়া এলাকার কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনা চক্রে ওই আহত ট্রাক চালকের বাড়ি চন্দ্রকোণা এলাকারই খিড়কি বাজারে। ছাড়বার পাত্র নয় আহত ট্রাক চালক সুকুর মণ্ডল।

রাস্তার মধ্যেই ট্রাককে আড় করে রেখে ক্ষীরপাই ট্রাক ইউনিয়ন ও নিজের গ্রাম এবং থানায় ফোনে খবর দেন চালক। গ্রামের ছেলের মার খাওয়ার অভিযোগে সাথে সাথে প্রায় ৫০ জন গ্রামবাসী এসে জাড়ায় ক্ষীরপাই তারকেশ্বর রাজ্য সড়ক অবরোধ করে এই মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারি ও উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। চন্দ্রকোণা থেকে অতিরিক্ত পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ইতি মধ্যেই এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস মিলেছে চন্দ্রকোনা পুলিসের তরফে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now