লকডাউনে জামাই আসতে পারেননি,তাই স্মার্টফোনেই জামাইকে ফোঁটা দেওয়ার কাজ সারলেন শাশুড়ি

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এবারের জামাই ষষ্ঠীতে অনেক শাশুড়িই মোবাইলের মাধ্যমেই জামাই ষষ্ঠীর সারছেন। করোনার গেরোতেই এই ভার্চুয়ালি জামাই ফোঁটা। জামাইকে কাছে না পেয়ে বাধ্য হয়েই ভার্চুয়ালি জামাই ফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ অনেক জামাই কর্মসূত্রে বিদেশে আছেন, করোনার লকডাউনের ফলে এই জামাইষষ্ঠীতে তারা ফিরতে পারছেন না। অনেকই আবার এবারেই নতুন শাশুড়ি হয়েছেন। মানে কিছু দিন হল মেয়ের বিয়ে হয়েছে তাঁদের এ বছরই প্রথম জামাই ষষ্ঠী। শুধুমাত্র জামাইয়ের জন্য এই সুন্দর একটি সামাজিক অনুষ্ঠানে জামাইকে বাড়িতে না পেয়ে খারাপ লেগেছে তাঁদের। যেসব শাশুড়ি জামাইষষ্ঠীতে জামাইকে সরাসরি ফোঁটা দিতে পারছেন না তাঁদের কাছে মুশকিল আসান স্মার্ট ফোন। স্মাটফোনেই তাঁরা দুধের স্বাদ ঘোলে মেটালেন। ক্ষীরপাই পুরসভার কান্তা ঘোষ তাঁর একমাত্র মেয়ে দীপান্বেষার বছর দুই হল বিয়ে দিয়েছেন। গতবছরও জামাই ছিলেন বিদেশে, লকডাউনের কারণে আসতে পারেনি। এবছর জামাই কর্মসূত্রে সৌদি আরবে আছেন,তাই তিনি সমস্ত আচার মেনেই জামাইকে ফোঁটা দিলেন ভিডিও কলের মাধ্যমে। তিনি বললেন পরিস্থিতির কথা চিন্তা করে ভিডিও কল এর মধ্য দিয়ে জামাইকে ফঁটা দিয়ে খানিকটা স্বস্তি পেলাম।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015