এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে গৃহবধূকে খুনের চেষ্টা? চন্দ্রকোণায় চাঞ্চল্য!

Published on: September 29, 2023 । 8:53 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে housewife কে প্রাণে মারার চেষ্টা?
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে Chandrakona র হালদারবেড় গ্রামের। ওই গৃহবধূর নাম সুপর্ণা বেরা। জানা যাচ্ছে, গৃহবধূ গত পাঁচদিন বাড়িতে ছিলেন না। বাড়িটি চাবি দেওয়া অবস্থায় ছিল। সুপর্ণাদেবীর এক ছেলে ও এক মেয়ে। সুপর্ণাদেবীর ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সুপর্ণাদেবী স্বামীর ২০১৮ সালে মারা যান। তিনি বাড়িতে একাই থাকেন। ২৪ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার বাড়িতে ফিরে বাথরুমে স্নান করতে গিয়ে দেখেন জল থেকে একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। জলের বালতিতে ফেনা হচ্ছে। সন্দেহ হলে তিনি ছাদের উপর গিয়ে জলের ট্যাঙ্ক চেক করতেই বিষের উগ্র গন্ধ পান। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সুপর্ণাদেবী সমস্ত ঘটনার কথা জানিয়ে police কে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যান। জলের নমুনা সংগ্রহ করেন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]