নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল লোকসভায় রেলপথের দাবিকে আরও জোরালো করতে ও দ্রুত রেল যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৮ জুলাইয়ের গণ কনভেনশনকে সামনে রেখে বিদ্যাসাগর রেলপথ মিশন ঘাটাল লোকসভার বিভিন্ন ব্লকে ব্লকে শাখা কমিটির গড়ে তোলার কাজ শুরু করলো। বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস বলেন, আজ ২৩ জুন চন্দ্রকোণা ১ ও ২ ব্লকের সাধারণ মানুষদের নিয়ে ঝাঁকরা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে একটি অফলাইন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংটিতে সভাপতিত্ব করেন চন্দ্রকোণা-২ ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিতাই চন্দ্র মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চিন্ময় মল্লিক ও প্রদীপ মল্লিক প্রমুখ। কমিটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে আজকের এই মিটিং থেকে একটি শাখা কমিটি গঠন করা হয়। বিদ্যাসাগর রেলপথ মিশনের চন্দ্রকোণা শাখা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন নিতাই চন্দ্র মাইতি এবং সম্পাদক হিসেবে সত্যজিৎ পোড়িয়া। বিদ্যাসাগর রেলপথ মিশনের সহ-সভাপতি অতনু পাঁজা জানান আগামী দিনে ঘাটাল, দাসপুর,চন্দ্রকোণা সহ বিভিন্ন ব্লকে শাখা কমিটি গড়ে তোলার কাজ চালিয়ে যাওয়া হবে। একইসঙ্গে তিনি আরোও বলেন, আগামী দিনে ঘাটাল লোকসভার বৃহত্তর মানুষের সমর্থন আদায় করতে পূর্বের ন্যায় গণস্বাক্ষর কর্মসূচিতে আরও জোর দেওয়া হবে। পাশাপাশি বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামকে রেল মানচিত্রে যুক্ত করতে তিনি আগামী ২৮ জুলাইয়ের গণ কনভেনশনে উপস্থিত হতে ও সারা বছরব্যাপী রেলপথের দাবিটিকে প্রাসঙ্গিক রূপে ধরে রাখতে ঘাটাল লোকসভার আপামর জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।