এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমা থেকে ৩৮ জন ছাত্রছাত্রী জেলার কলা উৎসবে যাচ্ছে

Published on: October 13, 2023 । 7:37 PM

সোমেশ চক্রবর্তী, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: মহকুমাস্তরীয় কলা উৎসবে বিজয়ী হয়ে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীরা। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পশ্চিম মেদিনীপুর সমগ্ৰ শিক্ষা মিশনের আয়োজনে অনুষ্ঠিত হল মহকুমাস্তরীয় কলা উৎসব। ১১ ও ১২ অক্টোবর ঘাটাল টাউন হল ও ঘাটাল   বিদ‍্যাসাগর হাইস্কুলে  প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। মহকুমা স্তরের প্রতিযোগিতায় জিতে ঘাটাল মহকুমার স্কুলগুলি থেকে ৩৮ জন ছাত্রছাত্রী জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ১৬ ও ১৭ অক্টোবর জেলার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে•হাটসরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন থেকে জুহি সাঁতরা(যন্ত্রসঙ্গীত),সঙ্গীতা মান্না(যন্ত্রসঙ্গীত), দেবকুমার মান্না(যন্ত্রসঙ্গীত), মৌলি চক্রবর্তী(নৃত্য), আকাশ মণ্ডল(নৃত্য), জীবন সিং(নৃত্য), দেবাঞ্জন প্রাণীগ্রাহী(অঙ্কন), শিল্পা পাত্র(অঙ্কন), অর্কদীপ দাসঠাকুর(অঙ্কন), স্বাতী সাউ(টয় অ্যান্ড গেম), যীশু মণ্ডল(টয় অ্যান্ড গেম), মৌপ্রিয়া ঘোড়াই(ড্রামা)। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল থেকে তুহিন অধিকারী(যন্ত্রসঙ্গীত), প্রের্মানব বিদ(যন্ত্রসঙ্গীত), অনুষ্কা সামুই(অঙ্কন), সৌম্যনীল ঘোষ(ড্রামা), সাগরপুর স্যার আশুতোষ হাইস্কুল থেকে অন্বেষা পাল(ক্লাসিক্যাল  মিউজিক।রাজনগর ইউনিয়ন হাইস্কুল থেকে অনুষ্কা অধিকারী(ক্লাসিক্যাল  মিউজিক)। ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠ থেকে সূর্য চক্রবর্তী (ক্যাসিক্যাল  মিউজিক)। রঘুনাথপুর এসএমএস বিদ্যালয় থেকে শুভ্রনীল দত্ত(ক্যাসিক্যাল  মিউজিক)। ব্রাহ্মণবসান হাইস্কুল থেকে কৃষ্ণা মাজি (লোকসঙ্গীত)। নন্দনপুর হাইস্কুল অনন্যা মাইতি(লোকসঙ্গীত), ময়ূখ বিশ্বাস(লোকসঙ্গীত)। পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির থেকে যশ, পূবালী মূলা(অঙ্কন) চক্রবর্তী(লোকসঙ্গীত)। দাসপুর বিবেকানন্দ হাইস্কুল থেকে কঙ্কনা কুইল্যা (যন্ত্রসঙ্গীত), অন্বেষা হাজরা(যন্ত্রসঙ্গীত), শিবব্রত দাস(অঙ্কন), অমিত পাল(অঙ্কন), টিনা সামন্ত(টয় অ্যান্ড গেম), সৈয়দ আহম্মেদ  আলি(টয় অ্যান্ড গেম)। রসিকগঞ্জ বিদ্যাসাগর হাইস্কুল থেকে সৃজন খাঁড়া(যন্ত্রসঙ্গীত)। কলোড়া হাইস্কুল থেকে তিতিল দাস(নৃত্য)। বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে সায়ন্তিকা পাঁজা(নৃত্য), নিশা পোড়িয়া(ড্রামা)। বীরসিংহ ভগবতী বিদ্যালয় থেকে পূর্বাশা ঘোষ(নৃত্য)। ক্ষীরপাই বালিকা বিদ্যালয় থেকে সপ্তদীপা খাঁন(অঙ্কন) এবং আরিট বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে অনিমেষ গাওনি(ড্রামা)।

 

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now