কর্মক্ষেত্র বেনারস থেকে পায়ে হেঁটে দাসপুরের নাড়াজোলের রাইকুণ্ডুর নিজের বাড়িতে পৌঁছালেন বছর ত্রিশের এক পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন লকডাউনে খাদ্য সমস্যা বাড়তে থাকলে টাকা যা ছিল সেই নিয়েই কর্মক্ষেত্র থেকে বেরিয়ে পড়েন সপ্তাহ খানেক আগে। হেঁটে কখনও, সব্জীর গাড়িতে চেপে এভাবেই বুধবার ১৩ মে পৌঁছে যান নাড়াজোলের নিজের বাড়ি। খবর যায় স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনে।
তড়িঘড়ি স্থানীয় আশাকর্মী,ভি আর পি ও সিভিকরা ওই যুবকের বাড়ি পৌঁছে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। আপাতত ওই যুবককে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।