স্বামীর কাছে ফিরতে চেয়ে ঘাটাল শহরে ধরনায় গৃহবধূ

তনুপ ঘোষ: স্বামীর বাড়ি ফিরতে চেয়ে উঠোনেই ধরনায় বসলেন স্ত্রী। অভিযোগ দেড় বছরের বিবাহিত জীবন কাটিয়ে না চেনার ভান করছে স্বামী আকাশ ধাড়া। এমনকি দেড়বছর আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর জোর করে বিয়ের আসরে বসিয়ে বিয়ে দেওয়া হয়েছিল বলে দাবিও করছেন আকাশ। তাই উপায়ান্তর না দেখে ধর্নায় বসলেন দাসপুর ২ ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা তনুশ্রী কাণ্ডার ধাড়া। দীর্ঘ প্রেমের পর আকাশের বাবা কাননধাড়ার অমতে তনুশ্রীকে বিয়ে করেন আকাশ। বিয়ের পর গোপালপুরেই ছিলেন তনুশ্রী। বিয়েতে আকাশের দিদি জামাইবাবুও উপস্থিত ছিলেন বলে তনুশ্রী জানিয়েছেন।
আজ ১৫ জুলাই ঘাটাল ১৩ নম্বর ওয়ার্ডের পরেশনগরে স্বামীর বাড়ি ফিরতে চেয়ে ধরনা দেন তনুশ্রী। পথচলতি লোকজন তামাশা দেখতে ভিড় জমায়। পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশকে আকাশ জানান, তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। এদিকে তনুশ্রী বিয়ের ছবি দেখায়। সেখানে দেখা যায় জোরজবরদস্তি ছাড়াই হাসিমুখে বিয়েতে বসেছেন আকাশ। নানা রকম ছবিতে জোরজবরদস্তির প্রমাণ দেখা যায়নি।
তনুশ্রী বর্তমানে স্বামীর বাড়িতে থাকতে চান। কিন্তু আজ কাল করে করে আকাশ তাকে এড়িয়ে চলছিল। ইদানিং ফোন করলেও এড়িয়ে চলতেন আকাশ। তাই অধিকার আদায়ের জন্য তনুশ্রীর এই ধরনা।
ঘাটাল থানার পুলিস জানিয়েছে, ওই যুবতী এবং এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটাল থানায় তুলে আনা হয়েছে। বিষয়টি পুলিস তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com