সঙ্গীতা ঘোড়ই:ডেঙ্গু, আম্ফান কিম্বা করোনা— রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নানান প্রকল্পের কাজে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে থাকেন গ্রামীণ সম্পদ কর্মী তথা ভিআরপিরা। অথচ তাঁরাই যথেষ্ট সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ জানাই। তাঁদের না রয়েছে স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুযোগ, না আছে সম্মান জনক পারিশ্রমিক বা কর্ম নিশ্চয়তা। এইভাবে স্বাস্থ্য, অর্থনৈথিক এবং কর্মক্ষেত্রের অসুরক্ষার মধ্য দিয়ে দিন-রাত কাজ করতে করতে হতাশায় ভুগছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। ওই সংগঠনের সদস্যদের আক্ষেপ, যাঁরা সব পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সব সময় আছে এখন তাঁদেরই পরিবারের সদস্যরা অর্থাভাবে অনাহারে দিন কাটাচ্ছেন। এইসব দাবি নিয়ে আজ ১০ আগস্ট দুপুরে গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাশগুপ্তের কাছে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করা হল।
প্রসঙ্গত, সংগঠনের পক্ষ থেকে এর আগেও তাদের দুঃখ-দুর্দশার কথা জানিয়ে, কর্ম নিশ্চয়তা ও স্থায়ীকরণ, সম্মানজনক মাসিক বেতনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, নবান্ন-সহ রাজ্য সরকারের বিভিন্দ দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। তাই ফের তাঁরা নতুন করে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন।•ভিডিওটি দেখার জন্য ⏯️এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।