এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফি মকুবের দাবিতে স্মারকলিপি

Published on: June 23, 2021 । 6:29 PM

রবীন ভৌমিক, অতিথি সাংবাদিক: আজ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এআইডিএসও ঘাটাল  ইউনিটের পক্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির ভর্তিতে ছাত্রছাত্রীদের সমস্ত ফি মকুব  ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিলাপের সময় দেওয়া ফি ফেরতের দাবিতে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেস্বর বিদ্যাপীঠ-এর প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই  ডেপুটেশনে নেতৃত্ব দেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি । এছাড়াও অংশগ্রহণ করেন রবীন ভৌমিক, অন্বেষা দোলই । 

দীপঙ্কর মাইতি বলেন, “করোনা অতিমারীর কারণে জনসাধারণের আর্থিক সংকট চরমে। প্রায় দু’বছর  ছাত্রছাত্রীদের কোনো রূপ ক্লাস হচ্ছে না । এই পরিস্থিতিতে একাদশ-দ্বাদশ শ্রেণি সহ সমস্ত ছাত্রছাত্রীদের ফি সম্পূর্ণ মকুবের দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার দরুণ ফর্ম ফিলাপের সময় নেওয়া পরীক্ষার ফি ছাত্রছাত্রীদের ফেরতের দাবি জানাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাঁদের দাবির যৌক্তিকতার সাথে একমত হয়েছেন এবং পরিচালন সমিতিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন। তাঁরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার  আহ্বান জানাচ্ছেন। “

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now