তেঁতুল গাছ থেকে পড়ে মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধের

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তেঁতুল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু(Death) বৃদ্ধের। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

বৃহস্পতিবার চন্দ্রকোণা(Chandrakona) থানার ঝাঁকরায় তেঁতুল গাছ থেকে পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের(Oldman)। মৃতের নাম বাদল ধারা(৬২)। বাড়ি ওই থানারই কেওপাট এলাকায়। পুলিশ(Police) জানিয়েছে, তারা মৃতদেহের ময়নাতদন্তের(Post mortem) ব্যবস্থা করেছে।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ জ্বালানি পাড়ার জন্য তেঁতুল গাছে উঠেছিলেন বাদলবাবু। তখনই হঠাৎ তেতুল গাছ থেকে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার পর তাঁকে তড়িঘড়ি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে(Medinipur medical college and hospital) নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।