শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: শালবনীর মুড়িগেড়া থেকে অর্ধদগ্ধ গৃহবধূর বাড়ি দাসপুর থানার গয়লাখালিতেই। পুলিস এমনটাই প্রাথমিক ভাবে অনুমান করছে। পুলিস জানিয়েছে, গৃহবধূর নাম সুনীতা মান্না(২৮)। শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর মর্গে মহিলার দেহ শনাক্ত করেন মহিলার বাবা লক্ষ্মণ মান্না। লক্ষ্মণবাবু পরনের পোশাক গয়না দেখেই মৃতদেহটি তাঁর মেয়ে বলে নিশ্চিত হয়েছেন।
সুনীতাদেবীর বছর দশেক আগে ওই থানারই বারাসতের রতন মান্নার সঙ্গে বিয়ে হয়। বিয়ের দেড়-দু’বছর পরে একটি বাচ্চাও হয়। তারপরই স্বামীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি গলয়াখালিতে স্থায়ীভাবে চলে আসেন। বাবা-মায়ের সঙ্গে থাকতেন। ১১ নভেম্বর সকালেই তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হন। দাসপুর থানার পুলিস জানিয়েছে, ১৭ নভেম্বর সুনীতাদেবীর বাবা থানায় একটি মিসিং ডায়েরিও করেন।
গত বুধবার শালবনীর থানার মুড়িগেড়্যার জঙ্গলের ভিতর থেকে এক মহিলার পোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। বুধবার সকালে জঙ্গলের ভিতরে একটি মৃতদেহ নজরে আসে স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, ওই দিন খুব সকালেই অন্যান্য দিনের মতো স্থানীয় কয়েক জন জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়েছিলেন। সেখানেই এক মহিলার অর্ধনগ্ন পোড়া দেহ দেখতে পান। দেহের কাছ থেকে মূল রাস্তা পর্যন্ত গাড়ির চাকার দাগও ছিল। পুলিশ নিশ্চিত ছিল, ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার তিন দিন পরে ওই মহিলার পরিচয় জানা গেল। লক্ষ্মণবাবু বলেন, ওই মৃতদেহ তাঁর মেয়েরই।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]