এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ডিহিপলসায় গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: October 16, 2021 । 10:01 PM

একাদশীর রাতে দাসপুর পুলিশ গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার করল গৃহকর্তার দেহ। হঠাৎ পরিবারের বয়স্ক মানুষটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা দাসপুর থানার ডিহিপলসা গ্রামের সামই পরিবারের। আজ ১৬ অক্টোবর শনিবারের রাতে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ গ্রামের ৫৯ বছরের প্রফুল্ল সামইকে মাটির বাড়ির দ্বিতলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

প্রফুল্লবাবুর একমাত্র ছেলে রমেশ তখন ডিহিপলসা বাজারে নিজেদের দোকানে। খবর পেয়ে ছেলে বাড়ি যায়। ছেলে রমেশ সামই জানায় হঠাৎ বাবার এমন মৃত্যু তিনি আশা করেননি। ছেলে জানায়, বছর কয়েক আগে বাবার ব্রেইন স্ট্রোক হয়েছিল। কিন্তু তারপর চিকিৎসায় মোটামুটি সুস্থই ছিলেন। তিনি বলেন, তারপর থেকে বাবার মানসিক অবসাদ একটা ছিল। তবে এভাবে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখবো,ভাবতে পারিনি! এই মৃত্যুর কারণ বিষয়ে দাসপুর পুলিশ মুখ খুলতে নারাজ। পুলিশ এই রাতেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭