এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ক্ষীরপাইয়ের কেঠিয়া খালে নিখোঁজ যুবকের দেহই কি এলোচকে ভেসে উঠল?

Published on: July 13, 2020 । 9:01 AM

নিজস্ব সংবাদদাতা: সাত সকালেই ঘাটাল থানার মহারাজপুর এলোচকের খাল থেকে উদ্ধার এক বছর ১৮ এর যুবকের মৃতদেহ। ১১ জুলাইয়ের রাতে ক্ষীরপাইয়ের কেঠিয়া খালের নিখোঁজ হয়ে যাওয়া যুবকটির দেহ বলেই অনুমান করা হচ্ছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, আমরা মৃতদেহটি উদ্ধার করেছি। ১১ জুলাই কেঠিয়া খালে নিখোঁজ হওয়া কার্তিক খানের বাড়ির সঙ্গে যোগাযোগ করছি। তাঁরাই এই মৃতদেহটি শনাক্ত করতে পারবেন।
১১ জুলাই শনিবার রাতের অন্ধকারে পথ দুর্ঘটার কবলে পড়ে নিখোঁজ হয় দাসপুর থানার দুবরাজপুরের বছর ১৮ এর কার্তিক খান। পরিবার সূত্রে জানা যায় মামার সাথে চন্দ্রকোণার বালা গ্রামের যাবার পথে রাতে কেঠিয়া নদী পারাপারের সময় ব্রিজ থেকে বাইক নদীতে পড়ে তারা দুর্ঘটনার কবলে পড়ে। সেখান থেকেই নিখোঁজ ছিল কার্তিক। মামা রাখাল বাগালের ঘাটাল হাসপাতালে চিকিৎসা চলছে।
আজ ১৩ জুলাই সকালেই ঘাটাল থানার এলোচকের ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় এক মৃতদেহ। যা কেঠিয়া পোল অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই দেহ শনাক্তকরণের জন্য পরিবারে খবর পাঠিয়েছে পুলিস।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now