হঠাৎই দাসপুর থানায় রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন? আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর বিজেপির শুভেন্দুবধিকারী এসে পৌঁছান দাসপুর থানায়। সোজা চলে যান দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখোপাধ্যায়ের কাছে। বেশ কিছুক্ষণ চলে কথোপকথন। কিন্তু হঠাৎ দাপুটে এই নেতা শুভেন্দু কেন দাসপুর থানায়। সে নিয়ে ইতি মধ্যেই তর্জা শুরু রাজনৈতিক মহলে। তবে কথোপকথনের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,রাজ্য জুড়ে রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগ জনক। দাসপুর থানা এলাকায় তাদের দলের অনেক বিজেপি কর্মী ঘর ছাড়া। তাদেরকে ঘরে ফেরানোর পাশাপাশি দাসপুর থানায় নাড়াজোল এলাকায় ব্যপকভাবে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। শুধু তাই নয় বিজেপি কর্মীদের থেকে লক্ষাধিক টাকার জরিমানা নেওয়ার ঘটনা ঘটছে। শুভেন্দুবাবু বলেন নাড়াজোলে তৃণমূল চেক পোস্ট বসিয়ে বেছে বিজেপির নেতা কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। তাঁর বক্তব্য,সারা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস কিছুটা হলেও স্তিমিত কিন্তু নাড়াজোলে সে সন্ত্রাস থামার কোনো নাম নেই।