দাসপুরের ওসি এর উদ্যোগে পুলিসি সহায়তা কেন্দ্রের প্রথম দিনেই হাফ সেঞ্চুরি দাসপুর পুলিসের। আজ ১ মার্চ রবিবার দাসপুর ২ ব্লকের কুলটিকুরিতে হল প্রথম পুলিসি সহায়তা কেন্দ্রের কাজ। পুলিস সূত্রে জানা গেছে আজ মোট ৫৫টি অভিযোগ(জিডি) নথিভুক্ত হয়েছে। আর এই পরিমান অভিযোগ একদিনে দাসপুর থানার মূল অফিসেও সম্ভবত হয়না।
স্থানীয়রা জানান,দাসপুর পুলিসের এই উদ্যোগে তাঁরা অভিভূত। তাঁরা জানান, এলাকার মানুষের অনেক সমস্যাই আছে যে গুলো সমাধান হচ্ছে না কেবল দূরত্বের কারণে। এভাবে যদি সত্যি নিয়মিত ভাবে পুলিসি সহায়তা কেন্দ্র খোলা হয় তাহলে এলাকার শান্তি একেবারেই বিঘ্নিত হবে।
উল্লেখ্য দাসপুরের ওসি সুদীপ ঘোষালের উদ্যোগে প্রতি রবিবার কুলটিকুরিতে এবং প্রতি বুধবার দানিকোলাতে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাপ্তাহিক পুলিশি সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে। দাসপুর থানা জেলার মধ্যে সবচাইতে বড় থানা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব কমবেশি ৮০ কিলোমিটার। দুটি ব্লকের ২৪টি গ্রামপঞ্চায়েত রয়েছে এই থানার অধীন।
অথচ এই থানার মধ্যে কোনও ফাঁড়ি নেই। কিছু দিন আগে দাসপুর থানাকে ভাগ করে ব্লক অনুযায়ী একটি করে থানা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন না পাওয়ার জন্য তা বাস্তবায়িত হয়নি। সেজন্য ওই পুলিশি সহায়তা কেন্দ্রগুলির জন্য দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল বিশেষ উদ্যোগ নেন। সেই প্রস্তাবে সিলমোহর দেয় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।