এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় প্রশাসনের নাকের ডগায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে পোস্তু চাষ

Published on: February 24, 2020 । 6:55 PM

বাবলু সাঁতরাঃপ্রশাসনের নাকের ডগায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে পোস্তু চাষ।চন্দ্রকোনা থানা এলাকার গোপালপুর,জামদান,কালাকড়ি,হরিসিংপুর সহ একাধিক গ্রামে বিঘার পর বিঘা জমিতে পোস্ত চাষ করা হয়েছে।চন্দ্রকোনা ছাড়াও পাশ্ববর্তী গড়বেতা থানা এলাকার আমশোল গ্রাম পঞ্চায়েতের আমশোল,রাজবাঁধ গ্রামেও বিঘার পর বিঘা জমিতে পোস্তু চাষ করা হয়েছে।চন্দ্রকোনা ও গড়বেতা থানা এলাকার এসব জায়গায় কোথাও পোস্তু গাছের ঢুলি বড় হয়ে তোলার মুখে আবার কোথাও ফুল ফুটে ঢুলি তৈরি হচ্ছে।

পোস্তু চাষ বেআইনি জেল জরিমানা এমনকি মৃত্যু দন্ডের আইন থাকলেও তাকে উপেক্ষা করেই বিঘার পর বিঘা জমিতে চলছে চাষ।জেলা প্রশাসনের তরফে পোস্ত চাষের বিরুদ্ধে প্রচার এবং আবগারি দপ্তর মাঝে মধ্যে অভিযান চালালেও জমির মালিকের বিরুদ্ধে আইনানুগ কঠর পদক্ষেপ না নেওয়ার জন্যই প্রতিবছর পোস্তু চাষের রমরমা এমনটাই অভিযোগ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭