এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কৃষিঋণ মুকুব ও ধানের দাম বৃদ্ধি সহ একাধিক দাবিতে সিপিএমের ডেপুটেশন

Published on: August 16, 2019 । 5:50 PM

মনসারাম কর:আজ ১৬ আগস্ট বৈকাল ৪ টায় ঘাটালের বরদা চৌকান সংলগ্ন বিডিও অফিসে সিপিআইএমের কৃষকসভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে কৃষিঋণ মুকুব ও ধানের দাম বৃদ্ধি সমেত জবকার্ডে ২০০ দিনের কাজের দাবি জানিয়ে ডেপুটেশন জমা করা হয়। এর জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, যদিও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

এই ডেপুটেশন সভা থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করা হয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়। এই নিয়ে সারা ভারত কৃষকসভার ঘাটাল ব্লক কমিটির সম্পাদক সুব্রত মন্ডল বলেন, আমরা বিডিও সাহেবের কাছে আমাদের দাবি জানিয়েছি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭