সুইটি রায়:দিল্লির ষড়যন্ত্র মামলায় সীতারাম ইয়েচুরির নাম যুক্ত করার প্রতিবাদে আজ ১৩ সেপ্টেম্বর দাসপুর থানার নাড়াজোলে সি পি এমের সভা ও বিক্ষোভ মিছিল হল। কেশপুর ও নাড়াজোল সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে এই মিছিল চলে। উপস্থিত ছিলেন সি পি এমের জেলা কমিটির সদস্য রামেশ্বর দোলই, গুণধর বোস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ।