সৌমেন মিশ্র:ঘাটালে করোনার সংক্রমণ একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে। ১৪ মে রাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পেস করা করোনা রিপোর্টে করোনা পজিটিভ এর হার অন্তত তাই বলছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল শুক্রবার রাতে যে করোনা রিপোর্ট দিয়েছেন তাতে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ঘাটাল হাসপাতাল থেকে পাঠানো লালারসের নমুনায় ৫৬ জন করোনা পজিটিভ। উল্লেখ্য এদিন ওই হাসপাতাল থেকে পাঠানো মোট ৬১ জনের লালারসের নমুনার পরীক্ষায় এই ফল।
অন্যদিকে দাসপুর ২ ব্লকের সোনাখালী গ্রামীন হাসপাতাল থেকে পাঠানো মোট ২৫ জনের লালারসের নমুনার রিপোর্ট এলে দেখা যায় তাদের ২০ জনের মধ্যে করোনার সংক্রমণ। এদিনের রিপোর্টে একই চিত্র ঘাটালের বীরসিংহ থেকে পাঠানো লালারসের নমুনার পরীক্ষায়। এদিন বীরসিংহ হাসপাতাল থেকে পাঠানো মোট ১৩ জনের লালারসের নমুনার পরীক্ষা হলে দেখা যায় তাদের মধ্যে ১২ জনই করোনা পজিটিভ।
পরীক্ষায় আক্রান্তের হার প্রায় ৯০ শতাংশ ছাড়াচ্ছে। যদিও এদিন দাসপুর ১ ও চন্দ্রকোনার রিপোর্ট মেলেনি। করোনার দ্বিতীয় ঢেউ যে ঘাটাল মহকুমায় ব্যপকভাবেই আছড়ে পড়েছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই টিম স্থানীয় সংবাদের থেকে ঘাটালবাসীদের কাছে অনুরোধ,অযথা বাড়ির বাইরে যাবেন না। রুজিরোজগারের তাগিদে যাদের বেরোতেই হচ্ছে অবশ্যই মুখে মাস্ক,হাতে মুহুর্মুহু স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।