এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের করোনা সংক্রমণের রিপোর্ট: ৩১জুলাই ২০২০

Published on: July 31, 2020 । 9:46 PM
লালা রস নেওয়া হয়েছিল: ২৯ জুলাই ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৩১ জুলাই ২০২০
সব মিলিয়ে ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন মোট: ১৬জন 
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল নেই। 
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র ❖মোট:৫ জন। •ঘাটাল ব্লকের রাধানগরের ঘোষ পাড়ার চার জন(পুরুষ/৩৮, পুরুষ/৭০, মহিলা/৬০, বালক/১১) এবং পান পাড়ার এক জন(পুরুষ/৫০)
দাসপুর হাসপাতাল ❖মোট:২ জন। • সীমানা গ্রামের চৌধুরী পাড়ার একজন(পুরুষ/৪৫) এবং সীমানা গ্রামের সামন্ত পাড়ার একজন (পুরুষ/৪৫)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র ❖মোট:২ জন। •রামপুরের গুছাইত পাড়ার একজন(পুরুষ/৬৮) এবং চককিশোরের ভৌমিক পাড়ার একজন(পুরুষ/৩৮)।
চন্দ্রকোণা হাসপাতাল নেই।
মেদিনীপুর আয়ুস  হাসপাতাল  নেই।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ নেই।
শালবনী করোনা হাসপাতাল ❖মোট:৭জন। •ঘাটাল কুশপাতার মণ্ডল পাড়ার একজন(কিশোর/১৪), ঘাটাল কৃষ্ণনগরের বেরা পাড়ার একজন(মহিলা/৭৮), দাসপুর-১ ব্লকের সামাটের পাল পাড়ার একজন(পুরুষ/২৫), দাসপুর-২ ব্লকের চাঁইপাটের সাউপাড়ার এক জন(মহিলা/৪৬), ঘাটাল মনসুকার সাঁতরা পাড়ার একজন(পুরুষ/৩৫), দাসপুর-২ ব্লকের খানজাপুরের চৌধুরী পাড়ার এক জন(পুরুষ/২৬), কোন্নগরের জানা পাড়ার একজন(মহিলা/৪৬),
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad