ঘাটালের করোনা সংক্রমণের রিপোর্ট: ৩০জুলাই ২০২০

লালা রস নেওয়া হয়েছিল: ২৮ জুলাই ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৩০ জুলাই ২০২০
সব মিলিয়ে ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন মোট: ১৫জন এবং একজন মৃত
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:৩জন। •ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ভুইঞা পরিবারের একজন(পুরুষ/৬০)।দাসপুরের ২ জন। সেকেন্দারীর মাজী পাড়ার একজন(পুরুষ/৫৯ •মৃত) এবং রাধাকান্তপুরের একজন(পুরুষ/৪৬)। 
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র ❖মোট:৪ জন। •ঘাটাল অজবনগরের একজন(পুরুষ/৪৫),মূলগ্রামের ২জন(পুরুষ/৪৫ এবং পুরুষ/২৩) এবং বীরসিংহের কামারসা এর একজন(কিশোরী/১৯)
দাসপুর হাসপাতাল ❖মোট:৫ জন। •রাজনগর ডিহিপলসার প্রামাণিক পাড়ার একজন(মহিলা/২৫),রাধাকান্তপুর মাইতি পাড়ার এক জন(মহিলা/৩০)এবং জানা পাড়ার একজন(মহিলা/৬৭),নন্দনপুর বালিতোড়ার মণ্ডল পাড়ার একজন(পুরুষ/৬৫) এবং উত্তরধানখাল দোলই পাড়ার একজন(পুরুষ/৩৫)
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র নেই।
চন্দ্রকোণা হাসপাতাল ❖মোট:২জন। •চন্দ্রকোণা থানার গোপসাই সাঁতরা পাড়ার এক জন(মহিলা/৩২) এবং হরিসিংপুর ঘোড়ই পাড়ার একজন(পুরুষ/২৩)।
মেদিনীপুর আয়ুস  হাসপাতাল  নেই।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ❖মোট:২জন। •চন্দ্রকোণা-১ ব্লকের মইসামুড়ির বেরা পাড়ার একজন(পুরুষ/৭৩) এবং ঘাটাল রথীপুরের মণ্ডল পাড়ার একজন(পুরুষ/৫৮)  
শালবনী করোনা হাসপাতাল নেই।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!