| ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১৩ জন •রিপিট:০১জন [লালা রস নেওয়া হয়েছিল: ৭আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৯আগস্ট ২০২০] |
|
| লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
| ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:৭ জন।•ঘাটাল পুলিশ থানার ছ’জন এবং হাসপাতালের কর্মী একজন |
| বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র | ❖মোট:২ জন।•দন্দিপুরের খাঁয়েদের একজন(পুরুষ/৪৩) এবং মহারাজপুরের আড়িদের একজন(মহিলা/৫৬) |
| দাসপুর হাসপাতাল | ❖মোট:২ জন।•দাসপুরের তাতারপুরের সামন্তদের একজন(পুরুষ/৩০) এবং উত্তর গোবিন্দনগরের মণ্ডলদের একজন(পুরুষ/৩১) |
| সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:২ জন।•নিশ্চিন্তপুরের পোড়িয়াদের দু’জন(মহিলা/২৩, পুরুষ/২৬) |
| চন্দ্রকোণা হাসপাতাল | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
| মেদিনীপুর আয়ুস হাসপাতাল | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
| মেদিনীপুর মেডিক্যাল কলেজ | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
| শালবনী করোনা হাসপাতাল | ❖মোট:১ জন। •ঘাটাল শহরের গোবিন্দপুরের পালেদের একজন(পুরুষ/৪৩)[শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। এই সমস্ত রোগীদের দ্বিতীয় বা তার পরবর্তী পর্যায়ের করোনা টেস্টে পজিটিভ এসেছে।] |
| ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। | |

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










