একই পরিবারে বাব-মা-মেয়ে,ঘাটাল দাসপুরে করোনা সংক্রমণে উদ্বেগ

তবে কি এবার গোষ্ঠী সংক্রমণ?দাসপুরে একই পরিবারে তিন জনের করোনা পজিটিভ। সোমবারের সকালে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য দাসপুরে। দাসপুরের গোকুলনগর গ্রামের এক পরিবারের বাবা মা ও মেয়ের দেহে করোনার সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ঘাটালের নার্সিংস্কুলের এক ছাত্রীরও করোনা পজেটিভের খবর মিলেছে।

দাসপুরের ক্ষেত্রে ভিলেজ পুলিশ মারফৎ জানাগেছে বাবার হঠাৎ জ্বর হলে এক স্বাস্থ্যকর্মী আত্মীয়ের মারফৎ তিনি তাঁর পরিবারের ৩ সদস্যের লালারসের পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট আসে রবিবার, রিপোর্টে তারা সবাই পজিটিভ। বাবা ব্যবসার কাজে নিয়মিত জেলার বাইরে যান।

আজ সোমবারের সকালে দাসপুর পুলিশ আক্রান্তের বাড়ি পৌঁছালে জানাযায় আক্রান্ত ব্যাক্তি নিয়মিত যেমন ফুল ব্যবসার কাজে জেলার বাইরে যান তেমন আজও ভোরেও বাসে করে রওনা দিয়েছেন।

আক্রান্তের স্ত্রী গৃহবধূ হলেও মেয়ে একাদশ শ্রেনীর ছাত্রী। পাড়া প্রতিবেশীদের থেকে জানাগেছে সে নিয়মিত কোচিং সেন্টারে টিউশন পড়তে যায়।

যেহেতু আক্রান্তদের বাড়িতে ভিন রাজ্য ফেরতের ইতিহাস ছিল না,তাই মনে করা হচ্ছে জেলার বাইরে ব্যবসার কাজে গিয়েই পরিবারের ওই বাবা সংক্রমিত হয়েছিলেন। আর এ থেকেই উঠছে প্রশ্ন গোষ্ঠী সংক্রমণের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!