এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হাওড়া থেকে শতশত ঘাটালবাসীর ঘরে ফেরা,আশঙ্কার যাত্রা শুরু

Published on: March 23, 2020 । 11:19 AM

বিকেল ৫টা থেকে বিচ্ছিন্ন থাকবে বাসযোগযোগ। হাজার হাজার ঘাটালবাসী আজ সোমবারের সাতসকালেই ভিড় জমালেন হাওড়ায় ঘাটাল বাস স্ট্যান্ডে।

কলকাতার সাথে আজ ২৩ মার্চ থেকে লক ডাউন হচ্ছে আমাদের প্রিয় শহর ঘাটালও।

স্বভাবতই এই মারণ করোনাভাইরাসের ভয়ে আতঙ্কে এখন সবাই নিজের প্রিয় বাসস্থানে পৌঁছাতে ব্যস্ত। তবে হাওড়ায় এমন শত শত মানুষের জমায়েতের মধ্যে বাসগুলিতে এক সাথে এত মানুষের ঘাটালে ফেরা,ঘাটালের পক্ষে কতটা নিরাপদ হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তবুও বাড়ি ফেরার আনন্দ মারণ করোনার আতঙ্ক ক্ষণিকের জন্য হলেও ম্লান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭