রণিত ভট্টাচার্য, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোনায় লরির ধাক্কায় মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর,গুরুতর জখম আরও একজন।ঘটনায় লরি ভাঙচুর উত্তেজিত জনতার,প্রতিবাদে পথঅবরোধ।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ,এমনকি ঘটনাস্থল থেকে পুলিশকে তাড়া উত্তেজিত জনতার,পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।
শনিবার বিকেল নাগাদ মর্মান্তিক পথদূর্ঘটনায় মৃত্যু ও তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতের তাতারপুর এলাকায় মাংরুল-আরামবাগ রাজ্যসড়কে।জানাযায়,আরামবাগের উদ্দেশ্য যাচ্ছিল একটি মালবোঝাই লরি সেসময় নেকড়বাগ থেকে তাতারপুরে সাইকেলে মেলা দেখতে যাচ্ছিল পিসি-ভাইপো।তাতারপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা লরিটি ধাক্কা মারলে সাইকেল সহ ভাইপো ছিটকে রাস্তার পাশে পড়ে যায় আর তার পিসিকে টেনে নিয়ে যায় ঘাতক লরিটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার,গুরুতর জখম হয় তার ভাইপো,তাকে আশঙ্কজনক অবস্থায় বর্ধমানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।মৃত মহিলা ও তার ভাইপোর বাড়ি চন্দ্রকোনা থানার নেকড়বাগ গ্রামে,নাম অনিমা সিং(৪২)।অনিমা দেবী পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী,তিনি তার ভাইপোকে সাথে নিয়ে সাইকেলে নেকড়বাগ থেকে তাতারপুরে মেলা দেখতে যাচ্ছিলেন বলে জানাযায়।আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় আমজনতা,ঘাতক ওই লরিটিকে ঘিরে ফেলে তারা এবং ক্ষিপ্ত জনতা লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় লরিতে,ভাঙচুর করা হয় লরিটি।ঘটনার পর রাজ্যসড়ক অবরোধ শুরু করে ক্ষিপ্ত জনতা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা ও ঘাটাল থানার পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ,পুলিশকে ঘিরে বিক্ষোভও শুরু হয়।পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে জনতা,ঘটনাস্থলে পুলিশকে তাড়া করে উত্তেজিত জনতা।পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ,রাস্তার ধারে আকছার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলে আর যার জেরে আকছার রাজ্যসড়কে যানজট থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।রাজ্যসড়কে স্পিড বেকার তৈরির দাবি তোলে এলাকাবাসী।