এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আস্ত রুটিতে পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত পা! শ্রদ্ধা ঘাটালের শিল্পীর

Published on: May 31, 2020 । 11:30 AM

রুটির জোগাড়ে ভিনরাজ্যে গিয়ে বাড়ি ফিরতে চরম ভোগান্তি পরিযায়ী শ্রমিকদের। এবার সেই রুটির উপরই পরিযায়ীদের রক্তাক্ত পা এঁকে অভিনব শ্রদ্ধা জানালেন জেলার ঘাটালের চিত্র শিল্পী সুমিত বাঙ্গাল।

সুমিতবাবু জানিয়েছেন সারা রাজ্যের সাথে ইতি মধ্যেই ঘাটালের ৩ পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার পথেই মৃত্যু। এই নিদারুণ মৃত্যুতে তিনি ব্যথিত। ঘাটাল সহ সারা রাজ্যের মৃত পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতেই তাঁর সৃষ্টি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭