অতনু বিশ্বাস, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: চারিদিকে প্রায় প্রত্যেক দিন এত রক্তদান শিবির হচ্ছে, তবুও ঘাটাল ব্লাড সেন্টারে ডিজিটাল বোর্ড অফ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]করে রাখে। রক্ত নেই বলে রোগীদের ফিরিয়ে দেয় এবং কল ডোনার আনতে বাধ্য করে। সেই জন্য ঘাটালের বেশ কিছু যুবক রবিবার সন্ধ্যাবেলা বিভিন্ন দাবিতে ঘাটাল ব্লাড সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখান। তারা ঘাটাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্তের অভাবে রোগীদের ফিরিয়ে দেওয়া, ডিজিটাল বোর্ড অফ করে রাখা এবং কল ডোনার আনতে বাধ্য করার অভিযোগ তোলেন। তারা ঘাটাল ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষকে অবিলম্বে রক্তের অভাব দূর করতে এবং ডিজিটাল বোর্ড চালু করতে দাবি জানান। ঘাটাল হাসপাতালের সুপার ডাঃ সুব্রত দে বলেন, গত রাতের গণ্ডগোলের কথা শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আগামী কাল মঙ্গলবার এনিয়ে ঘাটাল মহকুমা শাসকের সঙ্গে একটি মিটিং রয়েছে। সেখানে এই অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।