আবারও রাজনৈতিক ভাবে উত্তপ্ত হল জেলার দাসপুর থানার রাজনগর। শনিবার সকাল থেকেই বিজেপির তৃণমূল সংঘর্ষ আর তাতেই তৃণমূলের ৪ কর্মী গুরুতর জখম বলে জানা যাচ্ছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর এক জনের অবস্থা আশঙ্কাজনক।
তৃণমূলের দাবি তারা রাজনগর পশ্চিম গ্রামে পতাকা টাঙাতে গেলে এক দল বিজেপি কর্মী তাদের ছেলেদের উপর লাটির আঘাত করতে থাকে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
দুপুরেই ঘটনা স্থলে পৌঁছেছেন ঘাটালে এস ডি পি ও,দাসপুরের ওসি এবং ২ কোম্পানি র্যাফ। ইতি মধ্যেই একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে দাসপুর পুলিশ।