মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহকুমার বিভিন্ন নদীগুলির জল প্রবল গতিতে বাড়ছে। তার মাঝেও ভারত সেবাশ্রম সংঘ ঘাটালের বন্যার্ত মানুষদের পরিষেবা দিয়ে চলেছে। সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মা নন্দজী মহারাজের পরিচালনায় বানভাসি মানুষদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন আজ ৩০ সেপ্টেম্বর। নৌকায় করে পৌঁছে যায় ঘাটালের কিসমত রামচন্দ্রপুর ৭ নম্বর ওয়ার্ডে। সঙ্গে ছিলেন দু’জন ডাক্তার। যাঁরা নৌকার মধ্যেই ওই এলাকার মানুষদের পরিষেবা দিয়েছেন বলে জানান ভারত সেবাশ্রম সংঘের ভলান্টিয়ার লিডার গণেশচন্দ্র বেরা। তিনি বলেন, আজও প্রায় ৩২২ জন রোগীর চিকিৎসা করা হয়েছে এবং বিনামূল্যে তাঁদের ওষুধ দেওয়া হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘ নৌকায় করে পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা দিতে
By মন্দিরা মাজি
Published on: September 30, 2021 । 6:59 PM




