সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল: করোনার প্রকোপ কমাতে সারা রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। লকডাউনের নিয়মকানুন মেনে নির্দিষ্ট সময় মেনে খোলা হচ্ছে দোকানপাট। তবে স্যালোন, বিউটি পার্লার ইত্যাদি ক্ষেত্রগুলি পুরোপুরি বন্ধ। তাই পুরোপুরি উপার্জন বন্ধ বিউটিশিয়ানদের। ফলে প্রবল সংকটের মধ্যে দিন গুজরান হচ্ছে তাদের। যদিও এটা ঠিক যে বিউটিশিয়ানদের যা কাজ তা সরাসরি শারীরিক সংযোগ ছাড়া সম্ভব নয় আর বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব নয় মাস্ক পরে আর সমস্ত করোনাবিধি মেনে। তাই হয়তো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পার্লারগুলি। কিন্তু এর ফলে রুজিরোজগারে টান পড়ছে বিউটিশিয়ানদের। তাদের আর্জি সারাদিনের মধ্যে অন্তত কিছু সময়ের জন্য তাদের পার্লার খোলার অনুমতি দেওয়া হোক। এবিষয়ে ঘাটালের একটি বিউটি পার্লার ড্রিম কুইনের বিউটিশিয়ান গোপা লাল ঘোষাল বলেন, প্রায় সমস্ত দোকান- পাটই খোলার অনুমতি দেওয়া হয়েছে। শুধু পার্লার ছাড়া। যদি প্রশাসন এবিষয়ে কোনও ভাবনা চিন্তা করে তাহলে আমাদের খুবই উপকার হয়। ঘাটাল মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, আমরা বুঝতে পারছি যে যাঁরা এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তাঁরা অসুবিধায় পড়ছেন। কিন্তু এটা এমন ধরণেরই কাজ যে চাইলেও করোনা বিধি মেনে করার উপায় নেই। তাই আপাতত এবিষয়ে আমাদের হাত-পা বাঁধা। আমাদের অপেক্ষা করতেই হবে করোনার প্রকোপ কমার।