সৌমেন মিশ্রঃবসন্ত এসে গেছে,আসছে রঙের উৎসব,জানান দিয়েছে পলাশ। রবিবার সে কথা জানান দিয়েই রঙিন হল ঐতিহাসিক নাড়াজোল রাজবাড়ি। চুন সুরকীর গাঁথনি থেকে খশে যাওয়া ইঁট গুলোও যেন নব যৌবনে আন্দোলিত আজ।
১ মার্চ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার এক ফটোগ্রাফি সংস্থার উদ্যোগে দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল রাজবাড়ির জয় দুর্গা মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে বসন্ত উৎসব ২০২০ পালিত হল।
মেদিনীপুর ডট ইন এবং পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি সোসাইটির যৌথ উদ্যোগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। নাচে গানে মুখরিত ঐতিহাসিক রাজবাড়ির ইতিহাস। রাজ পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ গান এর আসর-এ অংশ নিয়েছিলেন মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পী ও তাদের বিদ্যালয়ের কলাকুশলীরা।
উদ্যোক্তাদের বক্তব্য,ঐতিহাসিক এই নাড়াজোল রাজবাড়ি পর্যটকদের কাছে মনোরম করে তোলাই ছিল তাঁদের লক্ষ্য।