অর্ধেন্দু মাজি, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: ঘাটাল ও হুগলি জেলার খানাকুল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ব্লকের মধ্যে সংযোগকারী বন্দর এলাকায় রূপনারায়ণের উপর একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে ‘ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে আজ ৫এপ্রিল(২০২৩) আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী ই ও সেচ দপ্তরের মহকুমা আধিকারিক দীনবন্ধু ঘোষের নিকট ডেপুটেশন ও চার হাজার তিন শত ছাপান্ন জন অধিবাসীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক,যুগ্ম সম্পাদক দেবব্রত মন্ডল ও মদন চন্দ্র রম,সহকারী সভাপতি প্রমুখ।
কমিটির নেতৃবৃন্দ জানান, হুগলি জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া -আসা করে। ফলস্বরূপ ওই স্থানে একটি কংক্রিটের ব্রিজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। ওই দাবিতে খুব শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হবে।