এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

বন্দরে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন

Published on: April 5, 2023 । 4:14 PM

অর্ধেন্দু মাজি, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: ঘাটাল ও হুগলি জেলার খানাকুল [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ব্লকের মধ্যে সংযোগকারী বন্দর এলাকায় রূপনারায়ণের উপর একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে ‘ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে আজ ৫এপ্রিল(২০২৩) আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী ই ও সেচ দপ্তরের মহকুমা আধিকারিক দীনবন্ধু ঘোষের নিকট ডেপুটেশন ও চার হাজার তিন শত ছাপান্ন জন অধিবাসীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক,যুগ্ম সম্পাদক দেবব্রত মন্ডল ও মদন চন্দ্র রম,সহকারী সভাপতি  প্রমুখ।
কমিটির নেতৃবৃন্দ জানান, হুগলি জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া -আসা করে। ফলস্বরূপ ওই স্থানে একটি কংক্রিটের ব্রিজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। ওই দাবিতে খুব শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হবে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now