বিজেপির পরিবর্তন যাত্রা শেষে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালিয়ে তৃণমূলের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল দাসপুর,দাসপুর পুলিশের তরফে পোড়া পতাকার নমুন সংগ্রহ করা হল। ঘটনা দাসপুর থানার সুজানগর গ্রাম লাগোয়া পদমপুরের। আজ ১৫ ফেব্রুয়ারী সোমবারের সকালে দেখা যায় গ্রামের ওই পার্টি অফিসে ছড়িয়ে ছিটিয়ে খাবারের উচ্ছিষ্ট,পোড়ানো তৃণমূলের দলীয় পতাকা। স্থানীয় তৃণমূল নেতা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কার্তিক রায় সরাসরি এই ঘটনার পিছনে বিজেপিকের প্রত্যক্ষ মদতের কথা বলেন। তিনি বলেন,রবিবার রাতে বিজেপির পরতিবর্তন যাত্রা থেকে ফিরে বিজেপির লোকজন তাদের পার্টি অফিসে খাওয়া দাওয়া করে তাণ্ডব চালিয়ে পুড়িয়েছে তৃণমূলের পতাকা। তবে বিজেপির দাসপুর ১ উত্তর মণ্ডলের সভাপতি আর্য মাইতি এই অভিযোগ অস্বীকার করে জানান,ওই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। ওখানে রাতে এক ভবঘুরে মহিলা থাকে। রাতেই অন্ধকারে বিজেপি এমন কাজ করবে না। সামনে নির্বাচনে দাসপুরে মাটি হারাতে চলেছে তৃণমূল তাই অযথা বাজার গরম করে প্রচারের আলোকে আসতে চাইছে। তবে ইতি মধ্যেই তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দাসপুর পুলিশ তদন্তে নেমেছে। ওই পার্টি অফিস থেকে পোড়া অংশের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
Home এই মুহূর্তে দাবি/অভিযোগ পরিবর্তন যাত্রা শেষে তৃণমূলের পার্টি অফিসে পতাকা পুড়িয়ে তাণ্ডবের অভিযোগ দাসপুরে