এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সোনামুইতে পথ দুর্ঘটনা, জখম ৪

Published on: October 24, 2020 । 10:40 PM

শ্রীকান্ত ভুঁইঞা: আজ ২৪ অক্টোবর রাতে দাসপুর থানার সোনামুই বাজারে পথ দুর্ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ রাত ১০টা নাগাদ পাঁশকুড়াগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারিকে ধাক্কা মেরে বাইকটিও রাস্তার উপর উল্টে যায়। ফলে বাইকে থাকা তিন আরোহী ও পথচারি গুরুতর জখম হন। তাঁদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম তিন জন বাইক আরোহীর বাড়ি  সোনাখালিতে। নাম বপন দোলাই,সন্তু দোলাই এবং গৌতম মালিক। পথচারির পরিচয় এখনও জানা যায়নি।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/