এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১

Published on: July 24, 2023 । 9:31 AM

তুহিনশুভ্র ঘোষ, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: রবিবার রাত ১২ টায় ঘাটাল-ক্ষীরপাই রাস্তার বরদার চৌকানে হাজরা পাড়ার মোড়ে দুটি [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] লরির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি লরির চালক গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটাল থেকে ক্ষীরপাই যাওয়ার পথে একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি লরি উল্টে যায়। আহত লরির চালককে স্থানীয়রা টেনে বের করেন। তাঁর দুটি পায়ের অবস্থা খুবই খারাপ। ঘটনার পর থেকেই অন্য লরির চালক ও হেল্পার পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now