এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী

Published on: May 20, 2023 । 10:30 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হল এক যুবক। আজ ২০ মে শনিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়কের উপর চৌকান সংলগ্ন স্থানে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আহত যুবকের নাম বাপ্পা মঙ্গল, বয়স প্রায় ৪২ বছর। জানা যাচ্ছে, ঘাটাল থেকে চন্দ্রকোণাগামী একটি লরির সাথে মোটর বাইক আরোহী ওই যুবকের ধাক্কা লাগে। ঘটনায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। গুরুতর জখম যুবককে স্থানীয়দের তৎপরতায় ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা আহত যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]